নিজস্ব প্রতিবেদক:
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিয়োগের সাত সপ্তাহ পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব গ্রহন করলেন নারায়ণগঞ্জে এক সময়ের আলোচিত এসিল্যান্ড (ফতুল্লা সার্কেল) নাহিদা বারিক।
বৃহস্পতিবার (২৮ মার্চ) তিনি প্রথম অফিস করেন। এইদিন সকালে উপজেলা পরিষদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এক অবহিতকরণ কর্মশালায়ও উপস্থিত ছিলেন।
গত ৪ ফেব্রুয়ারি অতিরিক্ত কমিশনার (সার্বিক) তারিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সদর ইউএনও হিসেবে নাহিদা বারিকের নিয়োগের বিষয়টি জানানো হয়।
এর আগে নাহিদ বারিক প্রথমে বন্দর এবং পরবর্তীতে ফতুল্লা সার্কেল এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নাহিদা বারিক ছিলেন ফতুল্লা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড।
এদিকে গত ৪ ফেব্রুয়ারি সাবেক সদর ইউএনও হোসনে আরা বিনাকে অন্তঃসত্ত্বার কারণ দেখিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগতাড়িত স্ট্যাটাস দেন হোসনে আরা বিনা। এ নিয়ে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি সংসদেও উত্থাপন হলে প্রধানমন্ত্রী ওএসডি বাতিলের নির্দেশ দেন। পরে ২৫ ফেব্রুয়ারি তার ওএসডি বাতিলের নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।