আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটকীতার পর শপথ নিলেন মোকাব্বির

সংবাদচর্চা রিপোর্ট:

নাটকীতার পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে  সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এর আগে মোকাব্বির খান বলেছিলেন, দলীয় সিদ্ধান্তেই সংসদে যাচ্ছেন তিনি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।

এর মধ্যে সুলতান মনসুর ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন। গত ৭ মার্চ শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন।