নিজস্ব প্রতিবেদক: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বসবাসযোগ্য সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত “বরাব (কবরস্থানরোড) আবাসিক এলাকা নাগরিক কমিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি হাজী জাহাংগীর আলম এর সভাপতিত্বে, সহ সভাপতি ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় ও কার্যকরী সভাপতি আঃ রহিমের সার্বিক তত্তাবধানে এতে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তিনশতাধিক স্থায়ী নাগরিক অংশগ্রহন করেন। নাগরিক কমিটির উপদেষ্টাগনের মধ্য থেকে কাউন্সিলর বি এম আতিকুর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রতন, হাজী মোলজার হোসেন, জমির আলী সরকার উপস্থিত ছিলেন। ইফতার আলোচনায় অংশ নিয়ে বক্তারা সমাজের সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সাধারন সম্পাদক জামাল হোসেন,সহ সভাপতি আরিফ চৌধুরী সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম,কোষাধ্যক্ষ ওয়ালিউল্লাহ, প্রচার সম্পাদক মানিক ও মফিজ মিয়া, কার্যকরী সদস্য বাজীগর, আবুবকর, মকবুল, জসীম, বারেক, ইব্রাহীম চৌধুরী, আঃ খালেকসহ আরও অনেকে।