আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণাসংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার নাগরিক ঐক্য ৩৫ টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ-১ আসনে ফাতেমা ইসলাম,নারায়ণগঞ্জ-৩ আসনে মো. আবু হানিফ হৃদয়, নারায়ণগঞ্জ-৫ আসনে এস এম আকরাম। নারায়ণগঞ্জে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা করা বিপাকে বিএনপি। রূপগঞ্জে চিন্তিত বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজীর মনির, সাবেক সভাপতি এড.তৈমূর আলম খন্দকার, মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া। নারায়ণগঞ্জ ৫ আসনে কপাল পুড়ছে এড. সাখাওয়াত ও কাউন্সিলর খোরশেদের।

ঘোষিত তালিকা অনুযায়ী অন্য প্রার্থীরা হলেন, বগুড়া-২ আসনে থেকে নির্বাচনে অংশ নেবেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ডা. মো. ফরিদ আহমেদ, খুলনা-৩ আসনে মোড়ল আসাদুজ্জামান, সিরাজগঞ্জ-৫ আসনে মো. আব্দুন নূর, ময়মনসিংহ-২ আসনে অ্যাডভোকেট নজরুল ইসলাম, পাবনা-৪ আসনে শাহনাজ হক (রানু), ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মো. জিয়াউল হক সরকার, কুমিল্লা-২ আসনে মো. ইকবাল কবির, জামালপুর-৩ আসনে নঈম জাহাঙ্গীর, রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব, ঢাকা-১৬ আসনে মো. সাদাকাত খান ফাক্কু, ফেনী-১ আসনে মো. খায়রুল বশর মজুমদার, কুমিল্লা-৫ আসনে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, কিশোরগঞ্জ-৫ আসনে তফজ্জল হোসেন, কুমিল্লা-১১ আসনে আমিনুল ইসলাম বাদশা, সিলেট-৬ আসনে জিল্লুর আহমেদ চৌধুরী (দিপু), বরিশাল-৪ আসনে জে এম নুরুর রহমান, চাঁদপুর-৩ আসনে অ্যাডভোকেট ফজলুল হক সরকার, ঢাকা-১১ আসনে আনিসুর রহমান খসরু, নেত্রকোনা-২ আসনে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, গাজীপুর-২ আসনে ডা. নাজিমউদ্দিন আহমেদ, বাগেরহাট-৩ আসনে দিদারুল আল বাবুল, লক্ষীপুর-১ আসনে মমিনুল ইসলাম, সাতক্ষীরা-২ আসনে অ্যাডভোকেট ড. রবিউল ইসলাম, নোয়াখালী-১ আসনে মিয়া শহিদ হোসাইন, , রংপুর-৪ আসনে মোস্তফা জাফর হায়দার, গাজীপুর-৫ আসনে গোলাম আনোয়ার হোসেন চৌধুরী, সিরাজগঞ্জ-৬ আসনে মো. মেরাজুল ইসলাম স্বপন, টাঙ্গাইল-৫ আসনে সৈয়দ হারুন-অর-রশীদ, রংপুর-১ আসনে শাহ্ মো. রহমতউল্লাহ, চাঁদপুর-১ আসনে শহীদুল্লাহ কায়সার। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ