আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জ-৩ আসন পাঠক জনমত জরিপে এগিয়ে মান্নান

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদচর্চা’র আয়োজন পাঠক জনমত জরিপে নারায়ণগঞ্জ-৩ আসন বিএনপির প্রার্থী তালিকায় এগিয়ে রয়েছেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। সংবাদচর্চা’র অনলাইনে স্বেচ্ছাপ্রদত্ত এ মতামত জরিপে আজহারুল ইসলাম মান্নান বেশ শক্ত অবস্থানে রয়েছে।  গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত তিনি ছিলেন ৪১ শতাংশ পাঠকের পছন্দের প্রার্থী। গতকাল রোববার বিকাল ৫টায় বন্ধ করে দেয়া মতামত দেবার অপশনটি। এরমধ্যে ৭ হাজার ৬২০জন পাঠক তাদের মতামত দেন।

আজহারুল ইসলাম মান্নান ৩ হাজার ১১৯ জন পাঠকের সমর্থন লাভ করেন। এর পরের স্থানে রয়েছেন ওয়ালিউর রহমান আপেল। তিনি  ৩২ শতাংশ পাঠকের পছন্দ। তার প্রাপ্তভোট ২৪২৭টি। তৃতীয় স্থানে রয়েছেন মহানগর বিএনপির সম্পাদক এটিএম কামাল।  ১৫ শতাংশ ভোটদাতা তাকে এ আসনের যোগ্য মনে করেন। ১ হাজার ১১৪ জন পাঠক মনে করেন তিনি বিএনপির প্রার্থী হতে পারেন। এ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমকে পছন্দ করেন ৮ শতাংশ পাঠক। তিনি ৬৩৭ জন পাঠকের ভোট পেয়ে ৪র্থ স্থানে আছেন। ৫ম স্থানে আছেন- ইমতিয়াজ আহমেদ বকুল। ৪শতাংশ পাঠকের পছন্দ এই বিএনপি নেতা পেয়েছেন ৩২৩ জন পাঠকের ভোট। জরিপের এ ফলাফল সর্ম্পকে আজহারুল ইসলাম মান্নান বলেন, মানুষের ভালবাসা আছে বলে অনেক প্রতিকূলতার মধ্যে টিকে আছি। দল আমাকে মনোনয়ন দিলে তার মান রাখবো ইনশাআল্লাহ।  তবে এটিএম কামাল বলেন, অনলাইনের পাঠক নির্দিষ্ট এলাকার নয়। তবে সোনারগাঁবাসীর ভালবাসা আমার সাথে আছে।

স্পন্সরেড আর্টিকেলঃ