নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: ভাষা সৈনিক, বিশিষ্ট শিক্ষানুরাগী নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১২ নভেম্বর। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। কর্মসূচীর মধ্যে রয়েছে পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং নেওয়াজ বিতরন।
মরহুমের চতুর্থ ছেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান মাসুমের ৫নং আলম খান লেনস্থ বাস ভবনে বাদ জোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন শুভাকাঙ্খিদের অংশগ্রহন করার জন্য মরহুমের জ্যেষ্ঠ সন্তান শহিদুর রহমান বাঙ্গালী ও চতুর্থ সন্তান এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
মরহুম আলহাজ্ব আবু বকর সিদ্দিকী ইসলামী সোসাইটি ও আদর্শ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ ধান কল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আদর্শ মহিলা মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তিনি আওয়ামীল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কর্মী ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ১৯৫৪ সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তার ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। যুক্ত ফ্রন্টের বিপর্যয়ের পর মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিক নিজেকে রাজনৈতিক কর্মকান্ড থেকে সরিয়ে নেন। তার একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছে।