আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ থেকে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
মুক্তিপণের দাবীতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের একদিন পর এক বছরের শিশু ফারিয়াকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার মূল হোতা অপহরণকারী দেলোয়ারকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ফারিয়া সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সি আই খোলা এলাকার টেইলার্স ব্যবসায়ী শাহ আলমের মেয়ে। ফারিয়ার পরিবার জানায়, গতকাল বুধবার বিকেল তিনটায় সি আই খোলা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফারিয়া টেইলার্স থেকে শিশু ফারিয়াকে অপহরণ করে নিয়ে যায় ওই দোকানেরই কর্মচারী দেলোয়ার। পরে দেলোয়ার ফারিয়ার বাবার মোবাইলে ফোন করে ফারিয়াকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে এবং মুক্তিপণ বাবদ বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দাবী করে। এ ঘটনার পর ফারিয়ার পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় দেলোয়ারের মোবাইল কল লিস্ট পর্যবেক্ষণ করে পুলিশ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর জেলার সদর থানার নবপাড়া এলাকায় একটি মোবাইল ফোনের দোকান থেকে বিকাশের মাধ্যমে আদায়কৃত মুক্তিপণের টাকা উত্তোলনের সময় পুলিশ দেলোয়ারকে গ্রেফতার করে। পরে দেলোয়ারের দেয়া তথ্যমতে বি আর টি এ কোয়ার্টার এর ৬ষ্ঠ তলায় তার বড় বোন ফরিদা আক্তারের বাসা থেকে অপহৃত ফারিয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মাহারা হয়ে সন্তোষ প্রকাশ করে ফারিয়ার বাবা শাহ আলম জানান, মেয়েকে মাদ্রাসায় লেখাপাড়া করিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চান।

এ ব্যাপারে নারাণগঞ্জ য়জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: শরফুদ্দিন জানান, অপহরণের অভিযোগের পর থেকেই পুলিশ অপহরণকারী দেলোয়ারের অবস্থান জানতে প্রযুক্তির সহায়তায় সারারাত ধরে বিভিন্নভাবে। তদন্ত ও অভিযান চালানো হয়। এ ব্যাপারে ফারিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত অপহরণকারী দেলোয়ারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তার বিবুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ।