এ্যানি চন্দ্র:
মানুষ মরনশীল। জন্ম যখন হয়েছে, মৃত্যু হবে স্বাভাবিক। কিন্তু কেউই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চায় না। সবাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। তবে বর্তমান সময়ে এসে নারায়ণগঞ্জে সড়ক ও নৌ দুর্ঘটনা, হত্যা, আত্মহত্যাসহ অস্বাভাবিকভাবে মৃত্যুর ঘটনা বেড়েই চলছে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। অস্বাভাবিক এই লাশের মিছিলে নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত রয়েছে।
কখনো দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, কখনো ছোট গাড়িকে বড় গাড়ির চাপ, কখনো রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির গাড়ির চাকায় পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু, কখনো নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, কখনও ধর্ষণের পর হত্যা কখনও পারিবারিক বিরোধের জের ধরে হত্যা আবার কখনও তুচ্ছ ঘটনার জের ধরে হত্যা, জ্ব্যান্ত পুড়িয়ে হত্যা, যৌতুকের জন্য হত্যা, নৌ-দূর্ঘটনা ও মা কর্তৃক নবজাতক হত্যাকান্ডের ঘটনাও ঘটছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, গত ৮ মাসে জেলায় ৫০টি’র অধিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিকেরও বেশি। এছাড়াও গত ৮ মাসে জেলায় হত্যাকান্ডের শিকার হয়ে প্রান হারিয়েছে ১ শ’ ১০ জন মানুষ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জানুয়ারী মাসে ১৫টি, ফেব্রুয়ারী মাসে ১২টি, মার্চে ১৪টি, এপ্রিলে ১০টি, মে মাসে ১৫ টি, জুনে ১১ টি এবং জুলাই ও আগস্ট মাসে ৩১টি হত্যাকান্ডের ঘটনা ঘটে। এছাড়া সড়ক দূর্ঘটনায় গত আট মাসে প্রায় ৬০ জন মানুষ হত্যার শিকার হয়।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনা ঘটেছে ৫০টি। এরমধ্যে ৪ সেপ্টেম্বর নগরীর চাষাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬-৭৩৭৭) ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড়ে চাঁনমারি এলাকায় ট্রাকটি ওই নারীকে ধাক্কা দেয়। ২৫ জুলাই বুধবার ঢাকা-নারায়ণগঞ্জে লিংক রোডে সদর উপজেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় কাভার্ড ভ্যান (নরসিংদী ন-১১-০০৯৩) এর চাপায় আবুল কালাম আজাদ (৫৫) নামের ট্রাফিক পুলিশের এক এটিএসআই নিহত হয়েছেন। ১৫ জুন বুধবার রাত ও বিকেলে কাঁচপুর ব্রিজের পাশে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে পৃথক দু’টি দুর্ঘটনায় বাস ও তেলের লরি চাপায় পুলিশের এক এসআইসহ ৫ জন নিহত হয়েছেন। ১৮ জুলাই রাত ৮টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকায় সড়ক পারাপারের সময় টেম্পুর ধাক্কায় অজ্ঞাত (৮) এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ জনতা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করছে।
১৫ জুন বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সোমা আক্তার (২২) ও তার ৩ মাসের কন্যা নুসরাত নিহত হয়েছে। ২৩ জুন শনিবার সকালে বন্দর উপজেলা ও রূপগঞ্জ উপজেলায় পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। ৭ জুলাই সন্ধ্যায় কাঁচপুরে একটি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে নিহত হয়েছে ৪ জন এবং এ ঘটনায় আহত অন্তত ১০। ১১ই জুলাই (সোমবার) বিকালে সানারপাড় এলাকায় মেঘলা ও মিতালি পরিবহনের দুই বাসের পাল্লা দেওয়ার সময় মাঝে পড়ে গেলে চাপায় আহত হন পুলিশ সদস্য মহিদুল হাসান (২৮)। পরে আহত মহিদুল হাসানকে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিতসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ১৭ জুলাই দুপুরে ফতুল্লার বিসিক ফকির এ্যাপারেলস শিল্প প্রতিষ্ঠানের ভিতরে কাজ করাকালীন সময়ে পাইলিংয়ের ক্রেন ছিটকে পরে এক শ্রমিক নিহত হয়। নিহত যুবক শরীফুল ইসলাম ফতুল্লার বিসিক এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই উজ্জল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। ১৮ জুলাই সকালে সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়নে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছেল। ২৩ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী কাঁচপুর ল্যান্ডিং ষ্টেশন এলাকায় শীতলক্ষ্যা নদীর পানিতে তুলিয়ে জুয়েল রানা ওরফে জুলু (২৮) নাকে এক শ্রমিক নিহত হয়েছে। সে কি ভাবে পড়েছে তা কেহ বলতে পারেনি। নিহত জুয়েল নাটোর জেলার সিংরা থানার শেরকুল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। ২৮ জুলাই ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের নয়াবাড়িতে আনুমানিক সন্ধ্যা ৭ টায় ট্রাকের ধাক্কায় ১ যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৭ মে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় লেগুনার ধাক্কায় সায়মন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। ২৬শে মে ভোরে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পিডিকে পেট্রোল পাম্প সংলগ্ন স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক যুবক (২৮) মারা যায়। গত ১৯শে মে দুপুরে রূপগঞ্জের রূপসী-কাঞ্চন সড়কের তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় মালবাহী ট্রাকের চাপায় অটো রিকশার যাত্রী বায়জিদ (৩৫) মারা যায়। গত ৭ই মে বিকেলে রূপগঞ্জের রূপসী-কাঞ্চন সড়কের রূপসি সিটি মিলের সামনে ট্রাক চাপায় সুমন মিয়া (৩৩) নামে এক যুবক মারা যায়। একই দিন রাত আড়াইটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া আজগর ফিলিং পাম্পের সামনে ট্রাকচাপায় আজিমুল্লাহ (৭৫) নামে ফিলিং স্টেশনের প্রহরী নিহত হন। ৪ঠা মে রাত আড়াইটায় সিদ্ধিরগঞ্জের মৌচাকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) ব্যক্তির মৃত্যু হয়। একইদিন সকালে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের টেংরারটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ২৭শে এপ্রিল বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দ্রুতগামী ট্রাক চাপায় নিশি (২৫) নামে এক নারী নিহত হন। ২৫শে এপ্রিল বেলা ১১টায় আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৪০) নামে পাওয়ার লুম (ছোট তাঁতখানা) ব্যবসায়ী নিহত হন। ২৪শে এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর সিএসডি গেইট এলাকায় ব্যাটারী চালিত অটো রিক্সা (ইজি বাইক) ও ইঞ্জিন চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে অটো রিকশাচালক রুবেল (৩০) ঘটনাস্থলেই নিহত হন। একই দিন রাত সোয়া ১২টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় সাদেকুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ২২শে এপ্রিল সকালে নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটার ইট পরিবহণের সময় ট্রাক উল্টে হৃদয় (২০) নামে এক শ্রমিক নিহত হন। ২০শে এপ্রিল বিকেলে আড়াইহাজার উপজেলার বাঘবাড়ি এলাকার আবুল খায়ের স্টিল কারখানার ভিতরে মালামাল বহনকারী ছয় চাকার টাটা ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৩০৪) ওজন স্কেলে কাজ শেষ করার পর চালক রাজীব ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। একইদিন দুপুরে রূপগঞ্জের ৩০০ ফুট সড়কের ভুইয়ার বাড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া (২৩) নামে এক মটরসাইকেল চালক নিহত হন। এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ১৫টিই ঘটেছে রূপগঞ্জে। তবে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে সোনারগাঁয়ে। সেখানে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন যাত্রী মারা যান।
এদিকে একের পর এক সড়ক দুর্ঘটনার জন্য ফুটপাথ দখল, ওভারটেকিং, ওভারস্পিড ও ওভারলোড, হেলপার দিয়ে গাড়ি চালানো, অদক্ষ চালক, রাস্তার নির্মাণ ক্রুটি, গাড়ির ক্রুটি, যাত্রীদের অসতর্কতা, ট্রাফিক আইন না মানা, গুরুত্বপূর্ণ সড়কের ক্রসিংয়ে জেব্রা ক্রসিং না থাকা এবং জেব্রা ক্রসিং গাড়ি চালক কর্তৃক না মানা, চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার করা, মহাসড়কে স্বল্পগতি ও দ্রুতগতির যান একই সঙ্গে চলাচল, মাদক সেবন করে যানবাহন চালানোসহ ৫২ রকমের কারণ দায়ী রয়েছে বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন।
এদিকে জানা যায়, গত ৮ মাসে জেলায় হত্যাকান্ডের শীকার হয়ে প্রান হারিয়েছে ১ শ’ ১০ জন মানুষ। এর মধ্যে গত ৩১ আগষ্ট মাসদাইরে পাওনা টাকা চাওয়ায় জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয় ঝুট ব্যবসায়ী সুমনকে। একই দিন নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় একটি খাবার হোটেল থেকে রাজু আহমেদ (১৮) নামে কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে শিউলি আক্তার (১৮) নামে নববধুকে ধারালো বটি দিয়ে কুঁপিয়ে হত্যা করে স্বামী শামীম।
৩০ আগস্ট ফতুল্লার কুতুবপুরে ১৫ দিন বয়সী জিলানী নামের শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৬ আগস্ট নগরীর জল¬ারপাড় এলাকায় শিহাবউদ্দিন আলিফ (৫) নামে এক শিশুকে হত্যা করা হয়। এদিকে সুমন হত্যা দু’দিন পার হয়ে গেলেও মামলার আসামীদের ধরতে সক্ষম হয় নি। এছাড়া ২৯ আগস্ট সোনারগাঁয়ের সুইটি আক্তার (২১) নামের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়।
২৬ আগস্ট বন্দর উপজেলায় রুবেল (৩০) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। ২৬ আগস্ট ফতুল¬ার নন্দলালপুরের একটি ডোবা থেকে উদ্ধার করা হয় ওমর ফারুক (৫৫) নামে এক ব্যাক্তির লাশ। একইদিন সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের একটি খাল থেকে এক অজ্ঞাত তরুণীর (২৫) লাশ উদ্ধার করা ।
২৪ আগস্ট সিদ্ধিরগঞ্জের গোদনাইলে যৌতুকের জন্য আলো আক্তার (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে স্বামী। ঈদের দিন রাত ১১টায় রূপগঞ্জের পূর্বাচল ২২ নং সেক্টরের একটি পুকুরে পাওয়া যায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ। ১০ আগস্ট ফতুল্লায় প্রভাব বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপর সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধ জয়নাল আবেদীন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়।
১০ আগস্ট সোনারগাঁয়ের সামিরা বেগম (২২) এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। ৭ আগস্ট ফতুল্লায় মনির হোসেন (৩৫) নামে যুবককে টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠে। এর আগের দিন আড়াইহাজারে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় জসিমউদ্দিন নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়।
২ জুলাই শনিবার সকালে ফতুল্লার খেয়াঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত পরিচয়ে (৩৫) বছরের এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছিল। ৩ জুলাই রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাজিব সুত্রধর ওই এলাকার সুনিল কুমার সুত্রধরের ছেলে। স্থানিয়রা জানায়, মেয়ের শরীর ঝলসে দেওয়ার বিচার চাওয়াকে কেন্দ্র করে রাজিব সুত্রধর (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ যুবক। ৬ জুলাই সকাল ১০ টায় আড়াইহাজার উপজেলার দড়ি বিশনন্দী গ্রামের রাস্তার পাশে একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত দশি বিননন্দী গ্রামের মোহাম্মদ হাশেমের ছেলে মোহাম্মদ আমান (৩২)। ৮ জুলাই আড়াইহাজার এর পুরিন্দা থেকে নিখোঁজের তিন দিন পর কুমিল্লা জেলার দাউদকান্দীর গৌরীপুর এলাকার ব্রীজের পাশ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোঃ গোলাম সারোয়ার রাজিব (৩০)এর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গোলাম সারোয়ার রাজিব এর চাচা জাকির হোসেন জানান, ৫ জুলাই মঙ্গলবার বিকালে গোলাম সারোয়ার রাজিব বাড়ি থেকে বের হয়ে গেলে সে আর বাড়িতে ফিরে আসেনি। ১৭ জুলাই সিদ্ধিরগঞ্জে তান্যিমুল উম্মাহ হিফজুল মাদ্রাসায় আশিকুর রহমান সিয়াম (৮) নামে ওই মাদ্রাসার এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৭ টায় আটি ওবায়দা কলোনী এলাকায় হাবিবুল্লাহ ভবনের সামনে শিশুটিকে নিথরভাবে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তবে অভিভাবক বলছেন এটা হত্যাকান্ড। ১৮ জুলাই ফতুল্লার বক্তাবলী কানাই নগর থেকে নিখোঁজের একদিন পর ধলেশ্বরী নদী থেকে শিশু রাতিকের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাতিক দুবাই প্রবাসী সুলতান মিয়ার ছেলে ও বক্তাবলী কানাই নগর ছোবহানিয়া হাই স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। এ ঘটনায় গত ২৯ তারিখে মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জুলাই সাকালে আড়াইহাজারে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী বাতেনের পাওয়ারলুম মিলের সামনে চাঁন মিয়ার ধঞ্ছা ক্ষেতের ভিতরে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি পুরুষের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জুলাই দুপুরে জেলার রূপগঞ্জ এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাগর বর্মণ (১০)। ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে বন্দর এলাকায় আতাউর রহমান(৪২)কে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আতাউর রহমান বন্দরের ফরাজিকান্দা এলাকার হাফেজ ওমর আলীর ছেলে। সে বন্দরের মদনগঞ্জ এলাকার অ্যাডভোকেট মরহুম আক্তারুজ্জামান ওরফে জামানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। ২৯ জুলাই সন্ধ্যায় নবীগঞ্জ টি হোসেন গার্ডেন সংলগ্ন এলাকায় ফয়সালকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ফয়সাল বন্দরের নবীগঞ্জ শান্তিবাগ এলাকার আবদুল রশিদের ছেলে। ৩০ জুলাই বন্দরে লুডু খেলার ঝগড়া নিয়ে গোলাম মোস্তফা (৫০) নামে এক কৃষককে লাথি মেরে হত্যা করেছে প্রতিপক্ষ খেলোয়ার রাসেল। শনিবার (৩০ জুলাই) বিকেলে বন্দরের বিবিজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ছাড়াও পাওনা টাকা চাওয়ায় ৬ জুলাই রাতের কোন এক সময়ে আড়াইহাজার উপজেলার বিশন্দদী ইউনিয়নের বিশন্দদী গ্রামের মৃত হাসুমিয়ার ছেলে- প্রতিবন্ধি ভিক্ষুক আমান উল্লাহকে (২২) শ্বাসরোধ করে হত্যা করে হোসেন ও তার ছেলে ফারুক।
পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে এর মধ্যে ৯ জুলাই (শনিবার) দুপুরে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন কাজহরদী ঈদগাহ সংলগ্ন ব্রক্ষ্মপুত্র নদের কাজহরদী-অলিপুরা সংযোগ ব্রীজ ও অত্র রাবার ড্যাম প্রকল্পের ধারে নদীর পানিতে আনুমানিক ১১ টার দিকে গোসল করতে গিয়ে মৃত্যু হয় ইউসুফ ও ইসমাঈলের। ১০ জুলাই রোববার দুপুরে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান ফতুল্লার সরকার বাড়ি এলাকার ব্যবসায়ি আবু বক্করের মেয়ে ফাতেমা আক্তার বিথী (১৫) ও ব্যবসায়ি মো: আলমের মেয়ে আয়শা আক্তার (১৪)। তাদের ঈদে চাচার বাড়ি সাপের চর মোল্লা কান্দি এলাকায় বেড়াতে গিয়ে বুড়িগঙ্গা নদীর মৃত্যু হয়। ১৪ জুলাই দুপুর ১২টায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পাড় এলাকায় খালের পানিতে ডুবে শিমুল (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়। মৃত্যু শিমুল কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পাড় এলাকার রূপ চান সরকারের ছেলে। ৩১ জুলাই রূপগঞ্জে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ দক্ষিণ পাড়া এলাকায় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত আবির হোসেন (৩) পিতলগঞ্জ দক্ষিণপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। ৮ জুলাই বন্দর থানার ত্রিবেণী এলাকায় কিস্তির টাকা পরিশোধে ব্যার্থ হয়ে নূরুল হক (৩৮) নামে এক সিএনজি চালক গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছেন। আতœহননকারী নূরুল হক ওই এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।১৮ জুলাই রাতে বন্দর লাঙ্গলবন্দ তবলপাড়া গ্রামে স্ত্রীর পরকীয়ায় শফিউদ্দিন শফি (৪৫) নামের এক ব্যক্তি আতœহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের স্বজনদের দাবি তার স্ত্রীর পরকিয়া প্রেমিকের সহায়তায় তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। ৩০ জুলাই সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ইমরান (২৬) নামের এক হাজতি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত হাজতি ইমরান সিদ্ধিরগঞ্জের সুমলিপাড়ার আদমজীনগরের বিহারী কলোনির আব্দুর রহিমের ছেলে। ২৩ জুলাই ফতুল্লায় প্রেমিকের বাড়ি থেকে যৌতুকের জন্য দেড় লাখ টাকা চাওয়ায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী ললিতা চন্দ্র বর্মন (১৮) ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ২৩ জুলাই সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন বিভাগে তার মৃত্যু হয়। ২৪ জুলাই মহানগরের সিদ্ধিরগঞ্জে সংসারে অভাব অনটনের কারণে অশান্তির জেরে দের মাস বয়সের শিশুকে নিয়ে পানিতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। ঘটনাটি ঘটেছে রোববার মহানগরের সিদ্ধিরগঞ্জ আদমজী সুমিলপাড়া এলাকার ৩ নং ওয়ার্ডে। এছাড়াও ফতুল্লায় স্ত্রীর পরক্রীয়র জেরধরে আরো এক অটো ড্রাইভার আত্মহত্যা করেছে।
জেলা জুড়ে প্রতি মাসে বেড়েই চলছে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা। শীতলক্ষ্যায় ভাসছে লাশ, যৌতুকের টাকা না পেয়ে স্বামীর হাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা এমনকি নববধূ পর্যন্ত হত্যার শীকার হচ্ছেন, সড়কে পাওয়া যাচ্ছে অজ্ঞাত লাশ।
প্রতিদিনই এমন হত্যাকান্ডের ঘটনা ঘটে চলেছে। কিছু কিছু হত্যাকান্ডের সুরাহা হচ্ছে আবার অনেক ঘটনা সময়ের সাথে মিলিয়ে যাচ্ছে ঘটনার অন্তরালে। আর এসব ঘটনায় দিনে দিনে বেড়েই চলেছে নারায়ণগঞ্জবাসীর আতঙ্ক। আর প্রশাসন নিরাপত্তার আশ্বাস দিয়ে যাচ্ছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দৈনিক সংবাদচর্চাকে বলেন, সড়কগুলোকে যে পরিমান ট্রাফিক পুলিশের প্রয়োজন জেলার এসপি বা এএসপি ট্রাফিক সে পরিমান ট্রাফিক পুলিশ দেন না। অপ্রতুল পুলিশের কারনে সড়কে দূর্ঘটনার পরিমান বেশি বলে মনে করেন নাগরিক কমিটির এই নেতা।
তিনি আরও বলেন, হত্যাকান্ডের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে অন্যতম কারন পুলিশের নিরপেক্ষ ভাবে কাজ না করা। তাই তিনি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারকে আহবান করেন নিরপেক্ষভাবে পুলিশ যেন তার কাজ করে।
এবিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ দৈনিক সংবাদচর্চাকে বলেন, নারায়ণগঞ্জে যারা বাসগুলোর মালিক সাধারন মালিক তাদের বলিনি যারা বাসগুলো পরিচালনা করে তাদের উপর চাঁদাবাজি এবং নানারকম অপকর্মের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রেস কনফারেন্সও হয়েছে। বাস মালিক যারা বাসগুলো পরিচালনা করছে, নিয়ন্ত্রন করছে ,তাদের মধ্যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর একটা প্রবনতা থাকে। তারা প্রশাসন মানে না সাংবাদিকদের মাধ্যমে যে নিউজগুলো হচ্ছে সেটাও তারা মানে না। কোন ফিটনেস ছাড়াই কোন রোড পার্মিট ছাড়াই নারায়ণগঞ্জে বাসগুলো চলে। যেমন মৌমিতা কোন কাগজপত্র ছাড়াই বাসগুলো চলছে। যেহেতু এটা একটা অপরাধী চক্রের মধ্যে আছে ফলে এটা যারা বাসের ড্রাইভার, হেলপার তাদের মধ্যেও অপরাধ করার প্রবনতা থাকে। সড়ক দূর্ঘটনাগুলো নিছক সড়ক দূর্ঘটনা ভাবার কোন অবকাশ নাই। এগুলোর মধ্যে তারা হত্যাকান্ড ঘটিয়ে দিচ্ছে কিনা এটাও খুঁজে দেখার একটা অবকাশ আছে। হত্যাকান্ডের যে ঘটনাগুলো, অনেক ঘটনা আছে যেগুলো পরিবারের মধ্যে উত্তেজিত হয়ে ঘটিয়ে ফেললো সে জায়গায় পুলিশের হাত নাই বা প্রশাসনের হাত নাই। কিন্তু অনেকই আছে মাদক নিয়ে বিরোধ, চাঁদাবাজ নিয়ে বিরোধ, এসব বিষয়ে দেখতে হবে। কারা এই মাদকের চালান আনছে। খুব প্রভাবশালী লোক তারা। তাদের নাম ও মুখে উচ্চারন করা যায় না, তারা এতটা প্রভাবশালী। তারা যে অপরাধ ঘটায় তাতেই বুঝা যায় যে নারায়ণগঞ্জ অপরাধের একটা নিরাপদ জায়গা। লাশ দেখা যায় এই জায়গায় ডামপিং করে। হত্যাকান্ডের জন্য অপরাধ প্রকল্পের জন্য নারায়ণগঞ্জ একটা নিরাপদ জায়গায় পরিণত হয়েছে। এটার থেকে বের হওয়ার জন্য আগের এসপি সাহেবও চেষ্টা করেছেন, ড: খন্দকার মহিউদ্দিন ও চেষ্টা করছেন, এখন নতুন এসপি এসেছেন তিনি এসব দেখবেন। পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকেতো চেষ্টাটা করতে হবে পাশাপাশি এজায়গার মধ্যে পুলিশকে আরো স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগটাও দেয়া দরকার।
এবিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম দৈনিক সংবাদচর্চাকে বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। যার প্রমান এতো গুলো মানুষের প্রান অকালে ঝড়ে গেছে। প্রশাসনকে আরও সচেতন হতে হবে। মাসে মাসে শুধু পুরস্কার পেলে হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।
সাংবাদিকদের এই নেতা আরও বলেন, বর্তমানে গণপরিবহন উচ্ছৃঙ্খল হয়ে গেছে। যার কারণে এমন ঘটনা ঘটছে।