নিজস্ব প্রতিবেদক:
এমএস কম্পোজিট নীট ডাইং লিমিটেড নামক একটি গার্মেন্টসের শ্রমিকের উপর বর্বরচিত হামলা ও নির্যাতন কারী মামলাবাজ নূরুল হক সরকার গং সহ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে এম এস কম্পোজিট নীট ডাইং লিঃ এর শ্রমিকরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।
বুধবার (১আগষ্ট) বিকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মামলাবাজ নূরুল হক গং সহ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনা হোক। তারা শ্রমিকদের ওপর দিনের পর দিন হামলা করবে নির্যাতন করবে আর শ্রমিকরা প্রতিবাদ করতে আসলে উল্টো তাদেরকে মারধর করবে এটা আমরা মানতে পারবো না। আমরা সরকার গং সন্ত্রাসীদের বিচার চাই। যদি তারা এর সুষ্ঠু বিচার না করে তাহলে আমরাও আমাদের আন্দোলন থামাবো না। প্রয়োজনে আরোও কঠোর আন্দোলন গড়ে তুলবো।
সমাবেশের আগে শ্রমিকরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ করে তারপর তারা সমাবেশ করে।