আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণ

না’গঞ্জে দুর্যোগ

না’গঞ্জে দুর্যোগ

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেন ও মন্দিরের পুরোহিতদের নিয়ে অগ্নিকান্ড, ভুমিকম্প ও বর্জ্রপাত মোকাবেলার প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষন আয়োজিত হয়েছে।
বুধবার (৪ জুলাই) সকাল ১০টায় নগরীর মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হলরুমে কমিউনিটি পার্টিসিপেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি) উক্ত প্রশিক্ষনের করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, অনেকেই বলেন, আমাদের (ইমাম, মোয়াজ্জেন, পুরোহিত) এসব শেখার কি এমন প্রয়োজন? কিন্তু আপনাদের এসব শেখা আসলেই গুরুত্বপূর্ন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হল সামাজিক প্রতিষ্ঠান। আপনাদের উছিলায় অন্যরাও শিখবে। আপনারা যার যার যায়গা থেকে অন্যদের সচেতন করতে পারবেন। দুর্যোগে নানা দুর্ঘটনা থেকে মানুষের মনের আতঙ্কের কারনেই বেশি ক্ষতি হয়। শিক্ষা মানুষকে দুর্ঘটনা মোকাবেলার শক্তি যোগায়। আরো দেখা যায় বড় বড় তাল গাছ কেটে ফেলা হচ্ছে যার কারনে যার কারনে বর্জ্রপাত সরাসরি মানুষকে আঘাত করে। আর এই ধরনের দুর্ঘটনা কিভাবে মোকাবেলা করত হবে তার প্রশিক্ষন দিতেই আজ এই আয়োজন।
সিপিডি এর প্রজেক্ট কোঅর্ডিনেটর কাজি এনামুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ডলপাড়া ফায়ার স্টেশনের উপ-পরিচালক মামুনুর রসিদ।
মামুনুর রসিদ তার বক্তব্যে বলেন, আমরা সব সময়ই আপনাদের জন্য কাজ করি, তবে পাশাপাশি যদি আপনারাও সচেতন হন তাহলে দুর্ঘটনা মোকাবেলা করতে সহজ হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় দিক্ষার পাশাপাশি সচেতনমুলক বার্তাগুলোর ব্যপারেও শিক্ষা দেয়া উচিৎ। আপনারা সমাজের প্রধান ব্যক্তিত্ব। আপনাদের সকলে শ্রদ্ধা করে এবং আপনাদের কথা সকলে মান্য করে। আপনাদের ধর্মীয় কার্যক্রমের মাঝে যদি কিছুক্ষন সচেতনমুলক বার্তাগুলো মানুষের কাছে পৌছে দেন তাহলে আরো অনেকে সচেতন হতে পারবে।
মোয়াজ্জেন সিরাজুল ইসলাম মনির বলেন, জুম্মার খুতবা শোনা ওয়াজিব। তো এই খুতবার ভিতর কিছু সময় আমরা এই প্রতিরোধ ব্যবস্থাগুলো তুলে ধরলে আরো অনেকে জানতে ও শিখতে পারবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাসিক ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ মন্দিরের ধর্মীয় প্রতিনিধিবৃন্দ, ওয়ার্ড সচিব মো. আব্দুল কালাম, মন্ডলপাড়া ফায়ার স্টেশনের জুনিয়ার স্টেশন অফিসার আরিফুল হক, সিপিডি এর ফিল্ড অর্গানাইজার সানজিদা খানম ও ফায়ার স্টেশনের কর্মীরা।