আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না`গঞ্জে কীট ও পরীক্ষাগার স্থাপনের দাবি

করোনাভাইরাস পরীক্ষার জন্য নারায়ণগঞ্জে কীট ও পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে আজ কঠিন সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে। বাংলাদেশও এরথেকে মুক্ত নয়। করোনা ভাইরাসের কঠিন ঝুঁকিতে রয়েছে লাখ লাখ শ্রমিকের নগরী নারায়ণগঞ্জ। দেশের কয়েকটি জেলায় মানবদেহে করোনা ভাইরাস পরীক্ষার জন্য কীট সরবরাহ ও পরীক্ষাগার স্থাপন করা হলেও শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে তা করা হয়নি। এই জেলার গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিকট করোনা ভাইরাস পরীক্ষার কীট সরবরাহ ও পরীক্ষাগার স্থাপনের দাবি জানান তিনি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি এই দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ।