নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকী দামকি দেওয়া হচ্ছে দাবি করে নারায়ণগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, যে পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, সে পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। রাজপথে আছি, রাজপথে থাকবো।
রোববার (৫ আগষ্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে একথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকী দামকি দেওয়া হচ্ছে।’
গত ২৯ জুলাই ঢাকায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে এক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের রাজপথে শিক্ষার্থীদের অবস্থান করেন।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক বলেন, সরকার ও মন্ত্রীরা বলছে, আন্দোলন করতে হবে না, ঘরে ফিরে যাও। তাদের কাছে আমার প্রশ্ন, আমানের এই আন্দোলন করা কি অপরাধ? ঐদি অপরাধ না হয়, তাহলে কেন শিক্ষার্থীদের উপর হামলা করা হলো। আমি মনে করি, নিরাপত্তা না নিয়ে কোন ছাত্র-ছাত্রীকেই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া উচিৎ না। এসময় শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তার পর থেকেই শিক্ষার্থীদের এ আন্দোলন শুরু হয়।