আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাওড়াতে আ.লীগের প্রস্তুতি সভা

নবকুমার:

বাঙালি জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়াতে প্রস্তুতি সভা করেছে আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গতকাল রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহেদ আলী, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, বজলুর রহমান, আওয়ামীলীগ নেতা জসিমসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। জাতির পিতার জন্মদিন সবাই মিলে পালন করবো।