আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নমিনেশন পাওয়া কোন খেলনা না: গোলাম দস্তগীর গাজী

তুহিন মোল্লা, রূপগঞ্জ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার রূপসী গাজী ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, নমিনেশন পাওয়া কোন খেলনা না। ২০০৫ সাল থেকে আমি রূপগঞ্জের রাজনীতির মাঠে আছি। আমি কোনদিন মাঠ ছেড়ে যাই নি। আমি জনগণের পাশে আছি। দলের পরিক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। যে কেউ নমিনেশন চাইতে পারে। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন। যার কারণে তিনি মাদার অব হিউমনিটি খেতাবে ভূষিত হয়েছেন।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি: শেখ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাঞ্জারী আলম টুটুল, এ্যাডভোকেট মফিজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য এমায়েত হোসেন, মো: আজমত আলী, আব্দুল মান্নান মুন্সী, তারাব পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর হোসেন ভুইয়া, মুড়াপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী তোফায়েল আহম্মেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুইয়া, শ্রমিক লীগ নেতা মতি আখন্দ, মুড়াপারা সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিপি শাহারিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল শিকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা শ্রীমতি শীলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ আরো অনেকে।

স্পন্সরেড আর্টিকেলঃ