আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীগঞ্জ ঘাটে অবৈধ দোকান উচ্ছেদ

নারায়ণগঞ্জ  সিটি করপোরেশন ও  জেলা প্রশাসনের যৌথ অভিযানে  নবীগঞ্জ ঘাটের আশপাশ এলাকা থেকে অবৈধ দোকানপাট উচ্ছে করা হয়েছে  । বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জাহাঙ্গীর আলম জানান, নদীতীরবর্তী ওয়াকওয়ে নির্মান ও ঘাটটিকে কেন্দ্র করে মানুষের চলাফেরা ও ঘুরাফেরার জন্য সুন্দর পরিবেশ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এখানে অস্থায়ী দোকান, ভ্রাম্যমাণ দোকান ও হকারদের বসতে দেয়া হবে না। উচ্ছেদে নাসিকের উচ্ছেদ কর্মী ও জেলা প্রশাসকের কর্মীরা সহযোগিতা করেন।