আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বন্দরের নবীগঞ্জ বিদ্যুৎ অফিস ঘেরাও সহ রাস্তা অবরোধ পূর্বক মিছিল করছে কয়েক হাজার মানুষ।   মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০ টা থেকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ বিদ্যুৎ অফিস ঘেরাও এবং রাস্তা অবরোধ করে তারা এ কর্মসূচি পালন হয়। গ্রহকদের অভিযোগ বিদ্যুতের প্রি-পেইড মিটারে অতিরিক্ত বিল আসে, অতিরিক্ত চার্জ দিতে হয়, সেবার মান ভালো না।

নবীগঞ্জ বিদ্যুৎ অফিসের এজিএম সোলায়মান আহম্মেদ বলেন, আমাদের প্রথমে ভুল হয়েছে। মিটার সংযোগ দেয়ার পূর্বে জনগনকে সচেতনতা মূলক সভা করার প্রয়োজন ছিল। যে কারনে জনগন সহজ জিনিসটি বুঝতে কষ্ট হচ্ছে। কিছু লোক আছে তারা ইন্দন দিচ্ছে। উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। অচিরেই আমরা ওর্য়াড ভিত্তিক সচেতনতা মূলক সভা করা হবে।