আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত, এলাকায় উত্তেজনা

আকিজ সিমেন্টের ট্রাক চাপায় সাফায়েত (৯)  নামের এক শিশুর নিহত হয়েছে৷ শনিবার (৩১ আগস্ট) সকালে বন্দরের নবীগঞ্জের লতিফ হাজীর মোড়ের সামনে এ ঘটনা ঘটে৷ ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়৷

জানা গেছে  বিক্ষুব্দ এলাকাবাসী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-১০১০) ভাঙচুর করে৷ নিহত সাফায়েত নবীগঞ্জের লতিফ হাজীর মোড় এলাকার মো. মাসুদের ছেলে ৷ সে কদম রসূল শিশুবাগ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল৷

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির সামনের রাস্তায় খেলছিল৷ এ সময় নবীগঞ্জ ফেরিঘাট পেরিয়ে মদনপুরগামী আকিজ সিমেন্টের মালবাহী একটি ট্রাক বেপরোয়াভাবে এসে শিশুটিকে চাপা দেয়৷ পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আকিজ সিমেন্টের একটি ট্রাকের চাপায় শিশুর মৃত্যু হয়েছে৷ ট্রাকটিকে আটক করা হয়েছে।  কিন্তু চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছে৷

সর্বশেষ সংবাদ