আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবাব স্যার সলিমুল্লাহ’র মৃত্যুবার্ষিকী

নবাব স্যার সলিমুল্লাহ

নবাব স্যার সলিমুল্লাহ
সংবাদচর্চা ডেস্ক: মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, সমাজসেবক নবাব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালের এ দিনে ইহলোক ত্যাগ করেন। ১৮৬৬ সালে ঢাকার আহসান মঞ্জিলে তার জন্ম। নবাব পরিবারের সদস্যদের মধ্যে তিনিই প্রথম রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সঙ্গীয় মুসলমান শিক্ষা, সংস্কৃতি, শিল্পে উন্নতির লক্ষ্যে তার অবদান অনেক ।
বিদেশী শিক্ষকদের তত্ত্বাবধানে তিনি গৃহে শিক্ষা লাভ করেছেন। কর্মজীবনে কিছুদিন ডেপুটি ম্যাজিষ্ট্রেটের চাকরি করেছেন। ১৯০১ সালে পিতার মৃত্যুর পর পরিবারের প্রধান হিসেবে নবাব নিযুক্ত হন। ঢাকা বিশ^বিদ্যালয় স্থাপনের প্রধান উদ্যোক্তা তিনি। আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, কলেজ (পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়- বুয়েট) এর প্রতিষ্ঠাতাও তিনি। তার আন্দোলনের ফলে সরকার শিক্ষা বিভাগে মুসলমানদের জন্যে সহকারী পরিদর্শক ও বিশেষ সাব ইন্সপেক্টর পদ সৃষ্টি করে। মুসলমানদের অবস্থার উন্নতিকল্পে ব্রিটিশ সরকারের কাছে বঙ্গবিভাগের দাবি উপস্থাপন করেন। বলা হয়ে থাকে তার একক প্রচেষ্টাতেই তদানীন্তন বড়লাট কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ মেনে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে প্রভাবশালী হিন্দু সমাজ ও কংগ্রেসের চাপে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রহিত হয়ে যায়। এতে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন নবাব সলিমুল্লাহ। ওই মানসিক আঘাত তাকে অসুস্থ করে তোলে। নবাব সলিমুল্লাহ’র স্মৃতি রক্ষার্থে রয়েছে সলিমুল্লাহ এতিমখানা, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ কলেজ, সলিমুল্লাহ হল ইত্যাদি।