আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাগত ডিসি মুস্তাইন বিল্লাহকে মুন্না খাঁনের শুভেচ্ছা

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়নগঞ্জের দায়িত্ব গ্রহন করায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) মুস্তাইন বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুন্না খাঁন।

সোমবার ৮ই ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস কর্মকর্তা। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে। ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক ছিলেন।