নিজস্ব প্রতিবেদক : নদী বাঁচলে বাঁচবে দেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষনা করা হয়েছে।২৩ জুন শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি এ কে এম খালেকুজ্জামান(কবি জামান) কে সভাপতি ও হাজী মো.মাসুদ খান কে সাধারণ সম্পাদক করে মোট ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এ কে এম খালেকুজ্জামান(কবি জামান) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ মজিদ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচঁপুর ইউপি শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান মেম্বার। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সকল সদস্যদের নাম ঘোষনা করেন নব নির্বাচিত সভাপতি এ কে এম খালেকুজ্জামান(কবি জামান)।
এসময় কমিটির বিভিন্ন কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উক্ত কমিটির সহ-সভাপতি হাজী লুৎফর রহমান খন্দকার,সেলিনা হক,ডাঃ মো.শাহজাহান,মো.মোমেন মিয়া,আঃ আজিজ মোল্লা, আবুল খায়ের মুন্সি,এডভোকেট মনির হোসেন,জাহিদ হাসান ভূইয়া কমল,নূর মোহাম্মদ ।