আজ মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি এর আগে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিআইডির বর্তমান প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে দুজনকে। তারা হলেন বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেন।

স্পন্সরেড আর্টিকেলঃ