আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন কমিটির সভায় আ.লীগ নেতারা যা বললেন

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির কার্যকরী পরিষদের প্রথম সাধারণ সভা গতকাল মুড়াপাড়ায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, প্রত্যেকে দলের জন্য কাজ করবে। দলের নিয়ম মেনে চলবে। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে। নিজেদের মধ্যে কেউ ঝগড়া করবে না। মেয়র, চেয়ারম্যান , মেম্বার নতুন কমিটিতে থাকায় আমাদের দল আরও শক্তিশালী। আগামী নির্বাচনে নৌকার বিজয় হবে। আমাদের সংগঠন অনেক সুন্দর। ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সেক্রেটারীদের মূল্যায়ন করবে। তারাই নির্বাচনের সময় মাঠে থাকে। আমাদের মহিলা লীগ,যুব মহিলালীগ থাকায় দল শক্তিশালী হয়েছে। আমরা নারীদের ভোট পাচ্ছি।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুঁইয়া বলেন, সবাই মিলে কাজ করলে আমাদের নতুন কমিটি অনেক শক্তিশালী। আগামীতে এমন শক্তিশালী কমিটি হবে কিনা আমি জানি না। এটা সকলের কাছে গ্রহণ যোগ্য কমিটি।

তারাব পৌর মেয়র হাছিনা গাজী বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা। তিনি একজন নারী। জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সংগঠন পিছিয়ে থাকবে না। বিএনপি নেতারা দুর্নীতি, লুটপাট করে গেছে।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে দলের জন্য কাজ করে যাবো। নেত্রীর নির্দেশ বাস্তবায়নে কাজ করবো। আওয়ামী লীগের ১৪ বছরের শাসন আমলে দেশে প্রায় দেড় কোটি নতুন ভোটার হয়েছে। নতুন ভোটাররা বিএনপির দুঃশাসন ভুলে গেছে। আগামী নির্বাচনে সেই দেড় কোটি নতুন ভোটারকে আমাদের দল আওয়ামী লীগে আকৃষ্ট করুন। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাবো।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা বিদেশে ডলার প্রচার করছে। সেই ডলার দিয়ে ওখানে তাদের নেতা ফুর্তি করছে। আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন বাণিজ্য করবে তাদের নেতা। জেলখাটার ভয়ে সে দেশে আসে না। সে জানে আইনের হাত থেকে রক্ষা পাবে না। নবীন, প্রবীনের সমন্বয়ে আমাদের কমিটি হয়েছে। এতে দল আরও শক্তিশালী হবে। নতুন প্রজন্মকে জানাতে হবে জিয়াউর রহমান কিভাবে ক্ষমতা দখল করেছিল। বিএনপির নৈরাজ্যের আমরা প্রতিবাদ জানাই। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে থাকবো।
উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য নুরুল ইসলাম জাহাঙ্গীর, তোফায়েল আহমেদ আলমাছ, ব্যারিস্টার আরিফুল হক, আলহাজ¦ ছালাউদ্দিন ভুঁইয়া, রফিকুল ইসলাম বলেন, বিএনপির নৈরাজ্য আমরা প্রতিহত করেছি। রূপগঞ্জের মাটিতে বিএনপিকে আর নৈরাজ্য করতে দেওয়া হবে না। আমরা মাঠে আছি। গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে আমরা পুনরায় এমপি নির্বাচিত করবো।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মোমেন বলেন, দীর্ঘ ২৭ বছর পর আমাদেরকে ডায়নামিক কমিটি উপহার দিয়েছেন মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মহোদয়। উন্নয়ন কাজ করতে করতে যখন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ ক্লান্ত হয়ে পড়বে তখন আমি বিনোদন দেবো।
সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন , রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, শেখ সাইফুল ইসলাম, ব্যারিস্টার খান মো: শামীম আজিজ, মানজারী আলম মোল্লা টুটুল, মোস্তাফিজুর রহমান মোল্লা, মো: আবুল হোসেন খাঁন, মশিউর রহমান তারেক, মো: বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক মো: শাহজাহান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজিজুল হক ভুইয়া আজিজ, মাহাবুবুর রহমান ভুঁইয়া মেহের, আইন বিষয়ক সম্পাদক মো: এড.মেজবাহ উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো: আরাফাত আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো: কামাল হোসেন কমল, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন গোলবক্স, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: এমায়েত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: আমান উল্যাহ মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম ভুইয়া সোহেল, শ্রম সম্পাদক মো: মতিউর রহমান আকন্দ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফয়সাল আহমেদ , সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, মো: ফারুক মিয়া, হাফিজুর রহমান ভুঁইয়া সজিব, সহ-দপ্তর সম্পাদক মো: ওবায়দুল মজিদ ভুঁইয়া জুয়েল, কোষাধক্ষ্য মো: মুশফিকুর রহমান রিপন, সদস্য সীমা রানী পাল, আনোয়ার হোসেন মোল্লা, আমজাদ হোসেন, মো: আবু সাইদ ভুঁইয়া, রমাকান্ত সরকার, মো: মকবুল হোসেন, মো: জায়েদ আলী, মো: গোলাম রসুল কলি, আমির হোসেন ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, মো: ফিরোজ ভুঁইয়া, মো: নূরে আলম, মো: বজলুর রহমান, মো: খোরশেদ আলম, মো: মনির হোসেন ভিপি , মো: মেজবাহ উদ্দিন বাচ্চু, দীন মোহাম্মদ দিলু, হাসান আশকারী, মো: হাফিজুর রহমান (ডহরগাঁ) , মো: অলিউর রহমান, আব্দুল করিম মিয়া, মো: আবুল হোসেন, মো: নাঈম ভুঁইয়া, আনছর আলী, মো: নবী হোসেন, রফিকুল ইসলাম। পবিত্র কোরআন পাঠের মাধ্যমে সভা শুরু হয়। বিভিন্ন আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের নিহত নেতাকর্মীর স্মরণে অনুষ্ঠানে ১ মিনিট নিরবতা পালন করা হয়।