আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদসহ তিন জন গ্রেফতার

নজরুল ইসলাম

আড়াইহাজারে কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদসহ তিন জন গ্রেফতার

নজরুল ইসলাম

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকার সিলেট মহাসড়ক সংলগ্ন পাঁচরুখী এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলো উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ফিরোজ মুন্সী গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন।
নজরুল ইসলাম আজাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটমুখী মহাসড়কে অবস্থান করছিলেন। নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ওসি মাহবুবুর রহমান ও গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, নাশকতা সৃষ্টির আশংকায় তাদেরকে গ্রেফতার করা হয়।