আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নজরুলকে মারতে গিয়ে ৭জন খুন

সংবাদচর্চা রিপোর্ট:
সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এ ভাইরাল হওয়া ইলিয়াস হোসাইনের চ্যানেল থেকে সাবেক র‌্যাব-১১ অধিনায়ক তারেক সাঈদের গোপন ভিডিও। সেখানে তিনি জানান, মেজর আরিফ বলছে আমি নাকি বলছি মাইরা ফেলবো। ইনজেকশন দিসেকে? মুখে পলি পেচাইছে কে? সে বলছে আমি বলছি শুট হিম অথবা গলায় ফাঁস দিয়া মাইরা ফেলাও। তাহলে ইনজেকশন দিতে হবে কেন? ইনজেকশন দিছে না জিজ্ঞেস কইরা পলিথিন আগেই গাড়িতে নিয়ে গেছে। তার স্ত্রী ডাক্তার তার সাথে সে কথা বলেছে। ইনজেকশন দিছে গুমের। সে বলছে আমি নাকি বলছি গো হেড। গো হেড মানে কি মাইরা ফেলাও।

২৪ শে মার্চ অথবা ২ শে মার্চ অধিনায়কদের মাসিক সভায় আমাকে একটা তালিকা দিল সেখানে দেখলাম ৩ জনের নাম লক্ষীপুরের দ্রিশান, এখানে হচ্ছে নজরুল আর কুমিল্লার একজন। নজরুলের নামের সাথে লেখা ছিল ডি! এটা কিন্তু আমাদের ভাষায় অন্য চিহ্ন। আদেশ দেয়ার সময় সামনে বসে ছিলেন র‌্যাব ১১ এর সিও। তখন একজন স্যার বলেছিলেন নজরুলকে পছন্দ করে না তবে কে পছন্দ করে না সেটা আমাদের দেখার বিষয় না সরকারি আদেশ আটক করতে হবে আটক করেন। সি অর্থ ক্রোস ফায়ার আর জি অর্থ গুম।

আরিফ আমাকে বলেছে আমি ৫ জন ও পিছনের গাড়িতে লে.কর্ণেল রানা ছিল সে ২ জনকে পাঠিয়েছে মোট ৭ জনকে মেরে ফেলছি। কেন মার মারছো নজরুল আমাকে চিনে ফেলছে তাই ভয়ে আর বাকিরা দেখে ফেলছে তাই সবাইকে মেরে ফেলছি।

কেউ যদি বলে টাকা নিয়ে কাউকে ছেড়ে দিবে লাভ নেই মারবোই। আর নিরিহ লোকে যদি কেউ টাকা দিয়েও মারতে বলে আমি মারবো না আমি এ কাজ পারি না।

প্রসঙ্গত ২০১৪ সালের ২৭ এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ী ফেরার পথে ঢাকা নারায়নগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হয় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ সাতজন।

২০১৭ সালের ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ মামরার রায়ে প্রধান আসামী নূর হোসেন ও সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ আসামী ২৬ জনকে মৃত্যুদন্ড এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন আদালত। পরবর্তীতে আসামী পক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করে।

২০১৭ সালের ২২ আগষ্ট উচ্চ আদালতের রায়ে নূর হোসেন, র‌্যাবের তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানা সহ ১৫ জনের মৃত্যদন্ড, ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।