আজ শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরে ৫০ হাজার কিউআর কার্ড

নিজস্ব সংবাদদাতা
করোনা ভাইরাসের প্রভাবে সমস্যায় জর্জরিত এমন ৫০ হাজার পরিবারকে কিউআর (কুইক রেসপন্স) কার্ড দিবে নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশন। গতকাল এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বলা হয়, ১৪ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী প্রদত্ত এ সহায়তা দেয়া হবে।
দরিদ্র-হতদরিদ্র ও অসহায় ৫০ হাজার পরিবারের মাঝে ২৭ টিওয়ার্ডে ৩৬ জনকাউন্সিলর এর মাধ্যমে সহায়তা প্রদান করবেন নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে এ বিষয়ে কিছু নিয়ম নীতি বাধ্যতামূলক মানা হবে। যাদের কে কার্ড প্রদান করা হবে তাদের হতে হবে ভাসমান মানুষ, বস্তিবাসী, প্রতিবন্ধি, ভিক্ষুক, দিনমজুর, বেকার শ্রমিক, গনপরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, ফেরীওয়ালা, চা-বিক্রেতা, রিকসা-ভ্যানচালক, স্বামী পরিতক্তা, হিজড়া, ও পথ শিশু। তাদের মাঝে কিউআর কার্ড বিতরণ করে পরে তাদের চাহিদা অনুযায়ী সহায়তা তালিকা প্রদান করা হবে বলে জানা গেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ