নগরীর বাসটার্মিনাল এলাকা সংলগ্ন ৩ নং মাছ ঘাটের জুয়ার আসব গুঁড়িয়ে দিয়েছে র্যাব-১১ এর একটি দল।
শনিবার (৩ আগস্ট) রাত আটটার দিকে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা অভিযানে অভিযানে জুয়ার আস্তানা থেকে আটক করা হয়েছে ২৮ জুয়াড়িকে। পাশাপাশি তাদের কাছ থেকে ৪‘শ ৫০ পিস ইয়াবা ও ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে র্যাব।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন। তিনি বলেন, নগরীর বাস টার্মিনালের পাশেই জুয়ার আস্তানা গড়ে উঠেছে। সেখানে প্রায় শতাধিক লোকের জন্য এই ব্যবস্থা। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চলে। এসময় ২৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
জসিমউদ্দিন আরও বলেন, আটকদের কাছ থেকে ৪‘শ ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ জুয়া খেলার ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। সেই সাথে জুয়ার আস্তানা যাতে পুনরায় বসতে না পারে সে লক্ষ্যে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আটকদের নাম ঠিকানা পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে আটক জুয়াড়িদের উৎসব পরিবহনের একটি বাসে করে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এসব জুয়াড়িরা নগরী ও এর আশপাশের এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪০ জুয়াড়িকে আটকসহ আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিলো। আটকদের কাছ থেকে ৩ লাখ ১২ হাজার ৫‘শ টাকা জব্দ করেছিলো পুলিশ। এছাড়া নগরীর জিমখানা এলাকাতেও জুয়ার আস্তানায় অভিযান চালায় পুলিশ। কাউকে আটক করতে না পারলেও সেটি তালা লাগিয়ে দেওয়া হয়েছিলো।
ভিডিও দেখুন…