নারায়নগঞ্জ প্রতিনিধি:
নারায়নগঞ্জ মহানগরের কালিরবাজার এলাকায় অগ্নিকান্ডে ৮ দোকানের প্রায় কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়ে গেছে। বুধবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪টায় শহরের কালিরবাজারে অবস্থিত লুৎফর মিয়ার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারে নি কেউ।
ব্যবসায়ী হাসান জাহিদ জানান, সপ্তরং দোকানে ২৫ লাখ টাকার রঙ পুড়েছে, জামাল রেক্সিন হাউজের দুই দোকানে ২০ লাখ টাকার মালামাল পুড়েছে, আরএফএল এর একটি দোকান, বাশার শো রুম, কালা মিয়ার বাইন্নার দোকানসহ আরো দুটি দোকান পুড়েছে। সব মিলিয়ে ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান গোলাম মোস্তফা জানান, ভোরে আগুনের সংবাদ পেয়ে আমাদের তিনটি স্টেশনের ৬টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।
আগুনের সুত্রপাত জানা যায়নি।