আড়াইহাজার প্রতিনিধি:
দেশে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামীতেও শেখ হাছিনার সরকারের কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনাই পারবেন, এদেশকে উন্নয়নের উচ্চ শিঁখড়ে পৌঁছে দিতে। এরই মধ্যে তিনি দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। একজন সফল ও দক্ষরাষ্ট্র নায়ক হিসেবেও তিনি সারাবিশ্বে খ্যাতি অর্জন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসন, আড়াইহাজার থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এবং মহাসচিব বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা শুক্রবার দেওয়া একান্ত স্বাক্ষাতকারে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি আড়াইহাজার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারন করে র্দীঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত রয়েছি। আড়াইহাজারের জনগণ আমাকে ভালোবাসেন। তাদের চাওয়া-পাওয়া কি, আমি সেটি জানি। আড়াইহাজারবাসী একজন ভালো ব্যক্তিকে আগামী নির্বাচনে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগের প্রবীন ও ত্যাগী নেতাকর্মীরা নানাভাবে র্নিগ্রিত হয়েছেন। তারা এবার পরিবর্তন চাচ্ছেন। সেই উপলুদ্ধি থেকেই আমি দলীয় মনোনয়ন আশা করছি। এরই মধ্যে আমি দলের নীতিনির্ধারণী পর্যায়ে আমার বার্তা পৌঁছে দিয়েছি।
তিনি দাবী করেন, আমাকে নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে বেশ আগ্রহ দেখা দিয়েছে। তারা প্রতিয়িনতই আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। আমার জীবনে আমি দুর্নীতি করে একটি টাকাও আয় করেনি। সারা জীবনই মানুষের সেবা করেছি। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছি।
তিনি বলেন, অসহায় মানুষকে সাহায্য করেছি। সর্বপরি মানুষের ভালোবাসা পেয়েছি এবং মানুষকে ভালোবাসা দিয়েছি। আচার-আচরণে সবাইকে মুগ্ধ করেছি। উচ্চ শিক্ষিত ও সাংগঠনিক একজন ব্যক্তি হিসেবে আমি দলীয় মনোনয়ন পাব। আমি আমার আড়াইহাজারবাসীর সুখদুঃখের পাশে অতীতেও ছিলাম, ভবিষতেও থাকব ইনশাআল্লাহ।