নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি সজল মিয়াকে (২০) গ্রেফতার করেছে।
সোমবার (২ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন এ তথ্য জানান।
এর আগে রোববার (১ জুলাই) রাতে নরসিংদী জেলার মনোহরদীর পশ্চিম বীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সজল ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
২৬ জুন নরসিংদী জেলার মনোহরদী থানার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে দক্ষিণ চরমান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা দায়ের করেন।
জিজ্ঞাসাবাদে সজল জানান, তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি লেখাপড়া বাদ দিয়ে কৃষিকাজ শুরু করেন। ভিকটিম বিভিন্ন সময় টেলিভিশন দেখার জন্য তার পাড়া প্রতিবেশী চাচার বাড়িতে যেত। ঘটনার দিন বিকেলে ভিকটিম তাদের বাড়ির পাশ দিয়ে তার নানার বাড়িতে যাওয়ার জন্য বের হয়। এসময় তিনি জানালা দিয়ে ভিকটিমকে যেতে দেখে তার পিছু নেন এবং বাড়ির অদূরে বাতা ক্ষেতের ভেতরে তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এসময় ভিকটিম চিৎকারের চেষ্টা করলে তিনি তাকে গলা টিপে হত্যা করে মরদেহ বাতা ক্ষেতের ভেতর লুকিয়ে রেখে চলে যান।