আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষণ রোধে গণসচেতনতার বিকল্প নেই: হাছিনা গাজী

নবকুমার:

তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, সম্প্রতি ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ধর্ষণের রোধে গণসচেতনা বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের নৈতিক শিক্ষার উন্নতি করতে হবে। যেখানেই শিশু ধর্ষণ নারী নির্যাতন হবে সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। ধর্ষকদের পুলিশের হাতে তুলে দিতে হবে। রূপগঞ্জে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের খরব পেলে ধর্ষক কঠোর শাস্তি পেতে হবে।

শনিবার (১১ শ্রাবন , ২৭ জুলাই) বিকালে রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকায় ইকরা কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছিনা গাজী বলেন, আওয়ামীলীগ সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বিএনপি জামায়াত রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশে লুটপাটের মহা উৎসব চলে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে শিক্ষা খাতে বিপ্লব ঘটেছে। সারা দেশে বহুমুখী শিক্ষার প্রচলন হয়েছে। বিনামূল্যে সবাই বই পাচ্ছে।

ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার আবুল কাসেম, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, ইকরা কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শফিকুল ইসলাম, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মিনারা বেগম, গোলাকান্দাইল উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাশার, স্বদেশ ওয়েল ফেয়ার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন, ভুলতা ইউনিয়ন পরিষদের সদস্য খোদেজা বেগমসহ অনেকে।