সংবাদচর্চা রিপোর্ট:
বন্দরে ধর্ষণ মামলার আসামি হেমি ওরফে আব্দুল্লার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের আসামি বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার কোমর উদ্দিনের ছেলে।
প্রসঙ্গত গত ১৫ মার্চ রাতে একরামপুর স্পাহানী এলাকায় এক মহিলা তার খালা রুবিনার বাসায় ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মামলা হয়েছে। পরে পুলিশ ধর্ষক হেমি আব্দুল্লাহকে আটক করে।