প্রেস বিজ্ঞপ্তি:
Friends of Humanity in Bangladesh এবং Concerned Women for Rape Prevention-CWRP নামে ২ টি সংগঠন প্রতিষ্ঠা এবং আনুষ্ঠানিক যাত্রা শুরু! Friends of Humanity in Bangladesh মাত্র ৫০ জন মানুষ পারে পৃথিবী বদলে দিতে -এই শ্লোগানকে সামনে রেখে আর্থিক সামর্থ্য নেই এমন চিকিৎসা বঞ্চিত কবি, শিল্পী, সাহিত্যিক বা যে কোনো সাধারণ নাগরিককে আমাদের সংগঠনের ৫০ জন সদস্যের দৈনন্দিনের চা-সিগারেটের টাকা বাঁচিয়ে চিকিৎসা বঞ্চিতদের চিকিৎসা সহায়তা দেয়ার ইচ্ছায় নিবেদিত একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। আমরা মাত্র ৫০ জন প্রতি মাসে অন্তত ১ জনের পাশে এসে দাঁড়াতে চাই। সেটা হোক না ৫০ টাকা বা ৫০ হাজার টাকার সহায়তা। আপনিও চাইলে আমাদের বিশেষ ৫০ জনের মধ্যে থাকতে পারেন, ইচ্ছাটাই প্রধান।
❑Concerned Women for Rape Prevention-CWRP দেশে ধর্ষণ এবং নারী নির্যাতন ক্রমশ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আমরা ৫০ জন নারী এবং ৫০ জন পুরুষ মিলে সংগঠিত হয়ে সামাজিক প্রতিবাদ, এডভোকেসি, কমিউনিটি গ্রুপ মিটিং এবং স্কুল কলেজ, মাদ্রাসা, গার্মেন্টস এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে সচেতনতামূলক সভা, সেমিনার এবং কাউন্সিলিং এর মাধ্যমে ধর্ষণ প্রতিরোধের কৌশল, উপায়, এবং নৈতিকতাবোধ জাগ্রত করা্র উদ্দেশ্যে একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান করতে ইচ্ছুক। আপনিও চাইলে আমাদের বিশেষ এই ১০০ জনের মধ্যে থাকতে পারেন, ইচ্ছাটাই প্রধান।
আপনি আমাদের এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাইলে আপনার পূর্ণ নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, ন্যাশনাল আইডি নাম্বার, মোবাইল বা টেলিফোন নাম্বার, এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সম্ভব হলে একটি বায়োডাটা নিচের মেইলে পাঠিয়ে দিন। ২ টি সংগঠনের কোনটিতে থাকতে ইচ্ছুক নাকী দুটোটেই থাকতে ইচ্ছুক মেইলের বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করুন।৫০ এবং ১০০ জনের তথ্য উপাত্ত পাওয়ার পরে আগামী ১৮ জুলাই ২০১৮ ইং তারিখে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সকল সদস্যদের বারকোড সম্বলিত ডিজিটাল আইডি কার্ড, ভিজিটিং কার্ড প্রদান করা হবে এবং সম্পৃক্ত বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহন করা হবে পাশাপাশি সংগঠনের পত্রিকা (সাময়িকী) এবং ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকায় সংগঠন ২ টির সদস্যদের পরিচিতি, ভাবনা এবং গৃহীত সিদ্ধান্ত সমূহ প্রকাশ করা হবে এছাড়াও সেরাসংবাদ ডটকম ওয়েব পত্রিকাটি সংগঠন দুটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির প্রথম সভার সময় এবং ভেন্যু যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
যোগাযোগ করুন-
জায়েদ হোসাইন লাকী
নির্বাহী প্রধান
01716340863
jayed.faridpur@gmail.com