আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষণের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন  ‘অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় থাকার কারণে দেশে ধর্ষণ ও নির্যাতন বেড়েছে। এসব ঘটনার বিচার হচ্ছে না। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সারা দেশে এসব ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত।’

শনিবার (১১ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং নার্স শাহিনুর আক্তার তানিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল। এই মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে  উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

রিজভী  বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যেন দাঁড়াতে না পারে এজন্যই খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে। আমি অবিলম্বে দলের পক্ষ থেকে তার মুক্তির দাবি জানাচ্ছি।’