আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিক আটক

ধর্ষণের দায়ে প্রেমিক আটক

ধর্ষণের দায়ে প্রেমিক আটক

 

সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলার বাড়ী মজলিস এলাকায় গত বুধবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনার বৃহস্পতিবার ওই ধর্ষিতার মা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে তার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। তাদের প্রতিবেশী বাড়ির ভাড়াটিয়া ও মাদারীপুর কালকিনি উপজেলার কালাইসরদার গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে আবু বকর মানিকের সঙ্গে তার মেয়ের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত বুধবার সন্ধ্যার পর ওই কিশোরীর মা বাড়ির বাইরে যাওয়ার পর আবু বক্কর ফোন করে তাদের ভাড়াটিয়া বাড়ির ছাদে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বন্ধু হাবিবের সহযোগিতায় জোরপূর্বক ভাবে ধর্ষন করে। পরে কিশোরীর আত্ম চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আবু বকর মানিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার বন্ধু হাবিব মিয়া পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ ঘটনায় ধর্ষককে আটক করা হয়েছে।