আজ রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষকদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে গনধর্ষনসহ দেশব্যাপী ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভূইগড় ও বন্দরের সাধারন শির্ক্ষাথীবৃন্দ। বৃহস্পতিবার বিকালে নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন অহরই ঘটেই চলেছে। বিচারহীনতার জন্য আজ একই ঘটনা বার বার ঘটছে। আমার মা বোনরা আজ নিরাপদ নয়। ধর্ষণের মতো জঘণ্য ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তি হিসেবে যেনো ফাসির আইন করা হয় সেই দাবি জানায় শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আরিয়ান আহমেদ আকাশ, মেহেদি হাসান রকি, তুহিন আহমেদ, কাজি তামজিদ, রিয়াজ উদ্দিন কবির, মো. হোসাইন সাজিদিন, কাজল, সজিব, অন্তু ও হাসনাত সহ আরও অনেকে।