আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধনী-দারিদ্রের ব্যবধান আকাশচুম্বি- রায় রমেশ

রায় রমেশ

রায় রমেশ

 

নিজস্ব প্রতিবেদক:
উন্নত দেশের সাথে উন্নয়নশীলদেশ এবং দেশের মধ্যেও ধনী-দারিদ্রের ব্যবধান আজও আকাশচুম্বি বলে মন্তব্য করে জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গার্মেন্টস ওয়ার্কার্স এর সভাপতি আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা রায় রমেশ বলেছেন, বিশ্বের শতকরা এক ভাগ মানুষের ৮০ ভাগ সম্পদ, অন্যদিকে শতকোটি মানুষ দারিদ্র সীমার নীচে অবস্থান করছে। আমাদের দেশে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকেরা শ্রম আইনের আওতার বাইরে, তাদের বেতন, কর্মঘন্টা, মাতৃত্বকালীন ছুটিসহ সকল সুবিধা থেকে বঞ্চিত।
মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আউটডোর অডিটরিয়ামে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (৩০ এপ্রিল) সকালে এসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর কার্যকরি সভাপতি এবং জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ।
পলাশ তার বক্তব্যে বলেন, অধিকার আদায়ের লক্ষে ঐক্যের বিকল্প নাই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে সবাইকে অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমি শ্রমিকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামে আমার মৃত্যুও যদি হয়, হাসিমুখে তা মেনে নিবো।পরে পলাশ মহান মে দিবস উদযাপন নিয়ে শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে রায় রমেশ চন্দ্র বলেন, মহান মে দিবসে যে সকল শ্রমজীবি ভাই ও বোনেরা দেশে ও প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছেন তারা সহ সারা বিশ্বের শ্রমজীবি মানুষকে মহান মে দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, আজ থেকে ১৩২ বছর আগে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজ, আট ঘন্টা বিশ্রাম বিনোদন ও আট ঘন্টা ঘুমের দাবিতে আন্দোলন করতে যেয়ে আত্তাহুতি দিয়েছিলেন, আমাদের দেশে আজও তা বাস্তবায়ন হয়নি। ধনী-দারিদ্রের বৈষম্য সীমাহীন ভাবে বেড়ে গেছে।
শ্রমিকদের জন্য কোন সামাজিক নিরাপত্তা, দূর্ঘটনাজনিত ক্ষতিপূরনের মানদন্ড আজও নির্ধারন হয়নি। তিনি সকল শ্রকিকদের ৮ ঘন্টা, জাতীয় নূনতম মজুরি ১৬০০০ টাকা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সকল নারী শ্রমিকদের জন্য ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, সকল কর্মক্ষেত্রে চাইল্ড কেয়ার, শ্রমিকদের জন্য আবাসন তৈরি করার জন্য সরকারের কাছে জোড় দাবি জানান। তিনি বলেন বাংলাদেশের শ্রমিকরা অসংগঠিত বলে তাদের ন্যায় সঙ্গত দাবি দাওয়া আদায়ে ব্যার্থ হচ্ছ্ে তিনি দল মত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতে এক কারখানায় একটি ইউনিয়ন, একটি শিল্পে একটি শ্রমিক ফেডারেশন এবং জাতীয়ভাবে একটি শ্রমিক সংগঠন গড়ে তোলতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি রেহানা খানম, সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবুল হোসন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেহেলী আফরোজ লাভলী, রেজাউল করিম, আন্তর্জাতিক সম্পাদক সাহাদাত হোসেন সেন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা ইয়াসমিন, এছাড়াও আরোও উপস্থিত ছিলেন শ্রী তপন, ইলিয়াস হাওলাদার আসিফ, লুৎফর রহমান, কবির মোজাম্মেল, নাজনীন আক্তার সহ প্রমূখ নেতৃবৃন্দ।