নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, দ্রুত নগরায়ন বাড়ছে, এর সাথে পাল্লা দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রায় দু:সাধ্য হয়ে পড়েছে। এক্ষেত্রে দাতা সংস্থাগুলোর প্রকল্প আমাদের জন্য সহায়ক হয়েছে।
তিনি বলেন, এ প্রকল্প আমাদের অনেক শিক্ষাও দিয়েছে। নগরায়ণের ফলে স্বাস্থ্যসেবা খাতের অনেক ত্রুটিও আমাদের নজরে এসেছে। তিনি দাতাসংস্থাগুলোর প্রকল্পের প্রশংসা করে বলেন, এসব প্রকল্পে সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের নগর স্বাস্থ্য ব্যবস্থাপনায় কি কি সমস্যা আছে। ‘আরবান হেলথ চ্যালেঞ্জেন্স: লার্নিংস্ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল সোমবার রাজধানীতে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) এর আওতাধীন ইপোস হেলথ ম্যানেজমেন্ট এ অনুষ্ঠানের করে।
জিআইজেড বাংলাদেশ এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর ভেরনারল্যাংগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ এ অবস্থিত জার্মান দূতাবাসের হেড অফ ডেভেলপমেন্ট ( কো-অপারেশন) আন্দ্রিয়াস হার্টম্যান।
পরে তথ্য-ভিত্তিক একটি আলোকচিত্র বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে বিগত পাঁচ বছরে যেভাবে মানুষের জীবনে পরিবর্তন এসেছে, তা এই বইয়ে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য জিআইজেড এর কারিগরী সহায়তায় অ্যাড্রেসিং বাংলাদেশে জডেমোগ্রাফিক চ্যালেঞ্জেন্স (এবিডিসি) প্রকল্পটির মাঠ-পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ইপোস হেলথ ম্যানেজমেন্ট। বাংলাদেশে নগর স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত করার জন্য এ প্রকল্পের অর্থায়ন করেছে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগীয় কার্যক্রম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকারের সহযোগিতায় ২০১২ সাল থেকে সিলেট, রাজশাহী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এবিডিসি প্রকল্পটি চলমান রয়েছে যা এ বছরের ডিসেম্বরে শেষ হবে।