আজ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীতে রেল লাইন হতে যুবকের দ্বি-খন্ডিত লাশ উদ্ধার

দ্বি-খন্ডিত লাশ উদ্ধার

 দ্বি-খন্ডিত লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় রেল লাইন হতে আরিফুল ইসলাম ভাদ্দি (২৪) নামের এক যুবকের দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ই এপ্রিল) দুপুরে ডোমার-চিলাহাটি রেল লাইনের বসুনিয়াপাড়া পুলেরপাড় হতে সৈয়দপুর জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে। সে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগড়া বসুনিয়াপাড়া এলাকার আহমেদ আলী ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ভারী দা বা ছুরির আঘাতের ক্ষত রয়েছে। হয়তো তাকে মেরে রেল লাইনে ফেলে রাখা হয়েছে। নিহতের বাবা আহমেদ আলী বলেন, আমার ছেলে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে প্রতিদিনের ন্যায় বাড়ির পার্শে¦

ধান ক্ষেতে সেচ দেওয়ার জন্য যায়। রাত ১১ টা পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় তাকে সেচ পাম্প ঘরে গিয়ে দেখি সেখানে তালা। অনেক খোঁজাখুজির পর সেখান হতে প্রায় দুই শত গজ দুরে রেল লাইনের উপর আমার ছেলের দ্বি-খন্ডিত লাশ পড়ে থাকতে দেখতে পাই। কিন্তু তার মাথা ও শরীরের বিভিন্ন স্থনে কাটা ক্ষত রয়েছে।

হয়তো তাকে কেউ মেরে ফেলে রেল লাইনের উপর ফেলে রেখে পালিয়ে গেছে। সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। তিনি জানান, অনেক সময় টেনে কাটা যাওয়ার সময় পাথরের আঘাতে কাটা যাওয়ার মতো ক্ষত হয়। ময়না তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

স্পন্সরেড আর্টিকেলঃ