আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বিতীয় ধাপে ৫৭ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি

অনলাইন রিপোর্ট: দ্বিতীয় ধাপে ৫৭টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করতে পারে কমিশন। 

রোববার নির্বাচন কমিশন (ইসি) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। প্রনির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভা হয়।

করোনা মহামারির মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। প্রথম ধাপে ২৫ পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর নির্বাচন হবে। দেশের ৩২৯ পৌরসভার মধ্যে আরও প্রায় ১৭০টির ভোট হবে ফেব্রুয়ারির মধ্যে।

ইসি সচিব মো. আলমগীর জানান, কমিশনের বৈঠকে তিনটি ধাপে ১৬৯ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট মধ্য জানুয়ারি, তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে মধ্য ফেব্রুয়ারিতে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভার ভোটের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হতে পারে। প্রত্যেক ধাপে ইভিএমে ভোট হবে ৩০ পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে ভোট হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ