আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক সংবাদচর্চার পাক্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক সংবাদচর্চা পত্রিকার পাক্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পত্রিকার নারায়ণগঞ্জ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকাশক ও সম্পাদক মো. মুন্না খান, বার্তা সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, ব্যবস্থাপনা সম্পাদক মো. খালেদ বিন আলামিন, ব্যবস্থাপক মো. রবিউল, নিজস্ব প্রতিবেদক মো. আল-আমিন মিন্টু, মো. বিল্লাল, মো. রিফাত, মো. মমিন, মো. অভি, মো. শিপন, মো. রোমান, মো. জামান, ফটো সাংবাদিক মো. প্রিতম।

অনুষ্ঠানে প্রতিবেদকগণ বলেন, আমাদের পত্রিকা সমাজের সকল স্তরে পৌঁছে গেছে। সকলে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সকলের দোষ গুন নিয়ে ভাবতে হবে। সকল পর্যায়ে আমাদের প্রচার বাড়াতে কাজ করতে হবে। সবার লক্ষ্য থাকবে এক। মুখে কথা না বলে কাজে বাস্তবায়ন করতে হবে। সকল কাজ এত কম সদস্য দিয়ে সম্ভব না। বেশি নিউজ দিতে গেলে ভাল নিউজ করা সম্ভব হবে না। আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করে ভাল লাগে। সংবাদের ভিতরের সংবাদ তুলে আনতে হবে। আনুসাঙ্গিক খরচের অর্থের ব্যবস্থা করতে হবে। কথা না বলে কাজ করতে হবে নিরবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রতিনিধি দিতে হবে। কাজের পরিধি জানাতে হবে। পত্রিকার গ্রহনযোগ্যতা প্রতিনিয়ত বাড়ছে। ঠিকমতো কাজ করা সম্ভব হচ্ছে না। লক্ষ্যের কাছাকাছি আসতে পারলেও লক্ষ্যে পৌঁছতে পারছি না। সবার পদবী কাজ অনুযায়ী থাকা প্রয়োজন। নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও এলাকা পরিদর্শন করতে হবে। কাজের গতি কমে গেছে, গতি বাড়াতে হবে। কিছু কিছু সংবাদ দুইবার প্রকাশিত হচ্ছে। নিউজের ব্যাপব বানান ভুল হচ্ছে সেটা বার্তা সম্পাদক কে ঠিক করতে হবে।

আলোচনা শেষে নেয়া সিদ্ধান্তসমূহ হলো, দায়িত্ব বণ্টন করে দপ্তর ভাগ করে দেয়া হয়েছে। রাজনীতি বিটে কাজ করবেন- আলামিন মিন্টু। অপরাধ বিটে কাজ করবেন- বিল্লাল হোসেন শুভ। সাধারন শাখা বিটে কাজ করবেন- সৈয়দ মো. রিফাত, মো. মমিনুল ইসলাম, শিপন মীর, ফটো সাংবাদিক প্রিতম মাহমুদ। আদালত বিটে কাজ করবেন- রাশেদুল ইসলাম অভি। এছাড়াও কৃষি বিটে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বার্তা সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া।