রূপগঞ্জ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও গাজী গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত ৩ দিন ব্যাপী বৈশাখী মেলায় দৈনিক ইত্তেফাক প্রত্রিকায় প্রকাশিত বাছাই করা স্থানীয় সংবাদের সংবাদ কাটিং নিয়ে স্থাপিত গ্যালারীতে দর্শনার্থীদের ভিড় জমেছে। ব্যতিক্রমধর্মী এ প্রদর্শনীতে দর্শকদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত উন্মূক্ত রয়েছে। তাদের প্রস্তাবনা ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ঐতিহ্য নিয়ে দর্শনার্থীরা তাদের মতামত প্রকাশ করছেন। স্টলটি তত্বাবধান করছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক এম. এ মোমেন।
প্রদর্শনীতে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, প্রাতিষ্ঠানিক, ব্যবসায়ীক, উদ্ভাবন, সৃষ্ট সমস্যা, সাংস্কৃতিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কার্যক্রম, উন্নয়ন, অবক্ষয়, সংকট, মাদক, যৌতুক, এসিড নিক্ষেপ, শিশু ও নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সামাজিক ব্যাধী প্রতিরোধ বিষয়ক প্রকাশিত সংবাদ কাটিং মেলার এ স্টলে স্থান পায়।
গতকাল ১৫ এপ্রিল রবিবার স্টলটি পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম, তারাবো পৌরসভা মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক শাহীন মালুম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব এনামুলক হক শিকদারসহ বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিক্ষার্থী। নিজেকে, পরিবারকে ও স্বজনকে সর্বোপরি এলাকার বিষয় নিয়ে প্রকাশিক সংবাদ কাটিং দেখতে দর্শনার্থীরা স্টলে ভিড় করেন।
মেলার দুই শতাধিক স্টলের মধ্যে এক মাত্র এ স্টলেই ক্রয় বিক্রয় কিংবা আর্থিক লভ্যাংশের বিষয় ছিল না। সামাজিক কাজের অংশ হিসাবে নীতি, সংবাদের ধরণ কৌশল, নিরপেক্ষতা, অতিরঞ্জত ও মিথ্যা সংবাদ বর্জিত দৈনিক ইত্তেফাক পত্রিকার ঐতিহ্য এ প্রদর্শনীতে দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হয়। বাছাই করা তিন শতাধিক সংবাদের কাটিং এ প্রদর্শনীতে স্থান পায়।
স্টল পরিদর্শন করে গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা বলেন, দৈনিক ইত্তেফাক তো ইত্তেফাকই। সকল সংবাদ গুরুত্বের সঙ্গে ইত্তেফাকে ছাপা হয়। তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঐতিহ্য ও নিরপেক্ষতা এখনো আগের মতই আছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম বলেন, অন্যান্য সংবাদের ন্যায় গ্রামীণ সংবাদের গুরুত্ব দেয়ায় দৈনিক ইত্তেফাক পত্রিকার এখনো উল্লেখযোগ্য পাঠক রয়েছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক বলেন, মেলার সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এ স্টলে আওয়ামীলীগ সরকারের রূপগঞ্জের সার্বিক উন্নয়ন থেকে শুরু করে সকল বিষয়ের সংবাদকাটিং স্থান পেয়েছে। তাই তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছ ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।