আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশ থেকে পালালেন ইংলাক

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশ থেকে পালিয়ে গেছেন। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই তিনি পালিয়ে যান বলে খবর দিয়েছে বিবিসি। চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার মামলাম শুক্রবার ইংলাকের বিরুদ্ধে রায় হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কথা জানিয়ে তিনি আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে রায় পেছানোর আবেদন করেন।

কিন্তু প্রধান বিচারপতি চিপ চুলামনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট তার অনুপস্থিতিতে সন্দেহপোষণ করে বলেন, তারা বিশ্বাস করেন না ইংলাক অসুস্থ। মামলা মোকাবেলায় তিনি ভয় পাচ্ছেন অথবা অসুস্থতার অজুহাতে পালোনোর চেষ্টা করছেন।

পরে বিচারপতি ইংলাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন এবং ২৭ সেপ্টেম্বর রায়ের জন্য দিন ধার্য করেন।

ইংলাকের দলের ঘনিষ্ট সূত্র বিবিসির কাছে দাবি করেছে, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অপ্রত্যাশিতভাবেই ইংলাক ব্যাংকক ছাড়ার সিদ্ধান্ত নেন।

এই রায়ে ইংলাকের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেটি হলে তিনি আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন।

২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ইংলাক স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।

 

স্পন্সরেড আর্টিকেলঃ