আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে নৈরাজ্য, খুন, গুম, হত্যাকান্ড চলছে- মিলন মেহেদী

ইতিহাস বিকৃত করে জিয়াকে

দেশে নৈরাজ্য, খুন, গুম

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মিলন মেহেদী বলেছেন, জিয়াই স্বাধীনতার ঘোষনা করেছিলেন এটাই চির সত্য। ইতিহাস বিকৃত করে জিয়াকে জনগনের মন থেকে মুছে ফেলা যাবেনা। জাতি আজ হতাশা ও নিরাশার মধ্যে দিন যাপন করছে। দেশে যে নৈরাজ্য, খুন, গুম, হত্যাকান্ড চলছে তা বন্ধে জিয়ার আজ ভীষন প্রয়োজন। সরকার তৃতীয় বারের মতো ক্ষমতায় আসার জন্য যে চক্রান্ত করছে তা মেনে নিবেন না জনগন। খালেদা জিয়া ছাড়া আগামী নির্বাচন করার চেষ্টা হলে সরকারের বিরুদ্ধে গনঅভ্যূত্থান হবে।
বক্তাবলী ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১লা জুন) বাদ মাগরিব মধ্যনগর বাজারস্থ জামির উদ্দিন কিন্ডার গার্টেন স্কুল মাঠে ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন মালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজ্বী ফুলচান, দীলখুশ আলী, মোঃ হোসেন আলী, মোঃ মাসুম শিকদার, ফজলুল হক, নারায়ণগঞ্জ থানা মৎস্যজীবি দলের সভাপতি এইচ এম হোসেন প্রমুখ।
ছাত্রদল নেতা শাহাদাত স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন, যুবদল নেতা আফসার উদ্দিন সরকার, নবী হোসেন, হালিম আজাদ, কবির হোসেন, সলিম প্রধান, আমান মাল প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্যজীবি দল নেতা মামুন, বিএনপি নেতা পিয়ার হোসেন পিন্টু, রাসেল প্রধান, গিয়াসউদ্দিন, কবির হোসেন, বাচ্চু মিয়া, ছাত্রদল নেতা রাহাদ প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি সালাউদ্দিন মাল বলেন, ভোটের রাজনীতিতে শেখ হাসিনা জিরো।তাই ২০১৪ সালের কায়দায় আবারো তিনি ক্ষমতায় আসতে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে।
জিয়াউর রহমান জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।