আজ রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে করোনা রোগী ৮ হাজার ছাড়াল, মৃত্যু আরও ২

সংবাদচর্চা রিপোর্ট:

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১ মে) নতুন করে আরও ৫৭১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ২৩৮ জন।  একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ব্রিফিংয়ের শুরুতে নাসিমা সুলতানা করোনাভাইরাস শনাক্তকরণে যেসব প্রতিষ্ঠান সহযোগিতা করছে, তাদের নাম উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এখন সারাদেশে ৩১টি ল্যাবে করোনাভাইরাসের টেস্ট করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৯৫৮টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫৭৩টি। এর মধ্যে ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় ২৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১৭৪ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ