আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

দেশের পথে জায়ান চৌধুরীর লাশ

নিজস্ব প্রতিবেদক:

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর লাশ আজ দেশে আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা শেষে জায়ানকে বনানী কবরস্থানে দাফন করা হবে । ইতোমধ্যে লাশ বহন কারী বিমান দেশের পথে রওনা দিয়েছে।  এদিকে বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সের অবস্থাও আশঙ্কাজনক। গতকাল জায়ানের নানা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমনটা জানিয়েছেন।

আহত মেয়েজামাই প্রিন্সের শারীরিক অবস্থার কথা জানিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘সে এখন শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছে। সে এখনো শঙ্কামুক্ত নয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম আরো বলেন, ‘জামাতার শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রোপচার করা হয়েছে। লিভারে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। স্টমাক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আইসিইউতে আছে। ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না। তার পায়ের যে অবস্থা তাতে এখন হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়।’ তিনি গতকাল দুপুরে জায়ানের জানাজার জন্য নির্ধারিত বনানী চেয়ারম্যানবাড়ি মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।