আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার নৌকা মার্কায় ভোট দিতে হবে: এমপি গাজী

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জ উপজেলার সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, “দেশের উন্নয়ন দেখতে হলে, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ পরিণত করতে হলে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।”।

বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। ২০০৮ সালে যখন আমি রূপগঞ্জে আসি তখন এখানকার অবস্থা তেমন উন্নত ছিলনা। রাস্তা ঘাটগুলো ছিল সরু, কিন্তু আপনারা ভোট দিয়ে নির্বাচিত করার পর রাস্তা-ঘাট সহ শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সবক্ষেত্রের উন্নয়ন করেছি। ইতিমধ্যে রূপগঞ্জের অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। আরো বেশ কিছু প্রকল্পের কাজ চলছে শিগ্রই তা শেষ হবে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি প্রকৌশলী শেখ সাইফুল ইসলাম, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোল্লা,  যুগ্ম-সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন পান্নু, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ খান, পৌর যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ফিরোজ ভূঁইয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, তারাব পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, উপজেলা মহিলালীগের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী,  সাধারণ সম্পাদক রিতা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাতুল আহম্মেদ খোকন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সাগর প্রধান, তারাব পৌর ছাত্রলীগ নেতা শ্যামল সহ আওয়ামীলীগও বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর নেতা নেতৃবৃন্দ।

স্পন্সরেড আর্টিকেলঃ