আজ শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দেওভোগ লেকের পাড়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের দেওভোগ শেখ রাসেল লেকের পাড়ে দোকান বসানো কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নাছির, সোহেল, পপি , মাসুদ, আলিফ।

এ সংঘর্ষের ঘটনাকে অতর্কিত হামলা বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর মামা শাহীন ও নাসির। তারা জানান, গতকাল রাতে তারাবি নামাজ শেষে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে। হামলার ঘটনায় আইভীর মামার সমর্থকরা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে শাহীন ও নাসির গ্রুপের লোক লেকের পড়ে একটি দোকান বসালে সেই দোকান কে কেন্দ্র করে দেওভোগ শুক্কুর গলি মসজিদের লোকদের সাথে সংঘর্ষ হয়। পুলিশ ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, রাতে দেওভোগ এলাকায় ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া এই ঘটনায় থানায় ডায়েরী করা হয়েছে।

এছাড়া জানা গেছে ,দেওভোগ লেকের পাড়ে দোকান বসানো কে কেন্দ্র করে এর আগেও একবার সংঘর্ষ হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ