দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তুহিন ওরফে চাপাতি তুহিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে দেওভোগ শান্তিনগর এলাকার কাওসার হোসেনের ছেলে।
আদমজী র্যাব-১১-এর এএসপি মশিউর রহমান জানান, মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার থেকে তুহিনকে আটক করা হয়। এরপর অস্ত্রের সন্ধানে তার দেওয়া তথ্যমতে রাতে শহরের সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার যায় র্যাব। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তুহিনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র্যাবও পাল্টা চালায়। দুপক্ষের গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় তুহিন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
মশিউর আরও জানান, তুহিনের বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে। এর আগে রাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় হাসান নামের এক সন্ত্রাসী। তুহিন ওই হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল।