সংবাদচর্চা রিপোর্ট:
প্রতিদিন ওরা কয়েকজন কিশোর একত্রে হয়ে দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকার একটি মসজিদের পেছনে মাঠে আসা যাওয়া করে। দূর থেকে দেখা যায়, মাঠের বালুর মধ্যে ওরা কি যেন পুঁতে রাখে। আবার সময় মতো তা তুলে। গতকাল রাত সাড়ে ১০টায় ওরা যখন ওই মাঠে যায় স্থানীয় কয়েকজন তা নজরে রাখে। দেখতে পায় বালুর মাঠ থেকে ওরা দেশীয় অস্ত্র তুলছে। পরে তাদের আটক করে পুলিশে খবর দিলে ৫ টি দেশীয় লম্বা তলোয়ারসহ ৩ কিশোরকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন এলাকায় উঠতি বয়সের গ্যাং গ্রুপ ছেয়ে গেছে। এলাকার বড় ভাইয়েরা মিছিল মিটিং ও মাদক ব্যবসায় তাদের ব্যবহার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, দেওভোগের সাহমান মিয়ার ছেলে আসিফ হাসান (১৬)। ও দেওভোগ আখড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে শিপন (১৭) ও নেত্রকোনা জেলার ছোনসোলা এলাকার শাজাহানের ছেলে সুমন (১৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকার বাইতল নুর জামে মসজিদের পিছনের মাঠে এই আটকৃত যুবকরা ৫ টি ছুরি পুতে রাখে। স্থানীরা এই খবর পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের গেপ্তার করে।
এলাকাবাসি জানায়, চলাচল সন্দেহজনক হওয়ায় তাদের নজরে রাখা হয়েছিলো। গতকাল হাতেনাতে তাদের আটক করা হয়। তারা আরও জানান, এর আগে এই যুবকরা এক ব্যক্তির গলায় ছুরি দিয়ে আঘাত করেছিলো।
এ ঘটনার নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই আশরাফ বলেন,স্থানীদের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ টি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল ফতুল্লা থানা এলাকা বলে জানান তিনি।