আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেওভোগের গ্লুব মোহাম্মদ আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নগরীর দেওভোগের মোহাম্মদ আলী ওরফে গ্লুব মোহাম্মদ আলীকে ডিজিটাল নিরাপত্তা মামলায় সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। যার মামলা নম্বর ২৪/৩১২।

মঙ্গলবার ৯ জুন দিবাগত রাতে দেওভোগ এলাকার নিজ বাসা থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই খায়রুল ও এ এসআই সাফিউল ইসলামসহ তাদের টিম মিলে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়বাসিন্দারা বলেন, মোহাম্মদ আলীকে আমাদের দেওভোগে গ্লুব মোহাম্ম আলী নামে চিনে। তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতেন। আবার অনেক মানবাধিকার কর্মী পরিচয় দিতেন। আসলে সে এগুলোর কোন কাজের সাথে জরিত নয়। তার অপকর্ম ডাকতে এই ধরনের পরিচয় দিয়ে বেরাতেন তিনি।

এস আই খায়রুল ইসলাম বলেন, আসামি মোহাম্মদ আলী পশ্চিম দেওভোগ মৃত রহমত আলীর ছেলে। তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তাই মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আসামী মোহাম্মদ আলীকে সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট নুরুন নাহার ইয়াসমীনের আদালতে তোলে ৫ দিনের রিমান্ড আবেদন করলে রিমান্ড না মঞ্জুর করা হয়।